রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১ এবং ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে উক্ত পরীক্ষা ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৩ মে।


চলুন প্রথমেই জেনে নেওয়া যাক ইউনিট ভিত্তিক পরীক্ষার  সময়সূচীঃ
 
‘এ’ ইউনিট – ৫ মে সকাল সাড়ে ৯টা
‘বি’ ইউনিট- ৫ মে দুপুর সাড়ে ১২টা
‘সি’ ইউনিট – ৫ মে বিকাল সাড়ে ৩টা
‘ডি’ ইউনিট – ৬ মে সকাল সাড়ে ৯টা
‘ই’ ইউনিট – ৬ মে দুপুর সাড়ে ১২টা
 ‘এফ’ ইউনিট – ৬ মে বিকাল সাড়ে ৩টা

ভর্তিইচ্ছুকরা ২০ এপ্রিল থেকে তাদের নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ- http://brur.teletalk.com.bd/


Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330
 
Pls Join Us: কোনটে বাহে জাগো
www.facebook.com/kontebahejago

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন