মঙ্গলবার, ১২ মে, ২০১৫

৬নং রাধানগর ইউনিয়ন, বদরগঞ্জ, রংপুর

..............................................................................................................................................................
.............................................................................................................................................................
রংপুর জেলার বদরগন্জ উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। রংপুর শহর থেকে ২৫কিঃমিঃপশ্চিমে ও বদরগন্জ উপজেলার থেকে ১২ কিঃমিঃ পশ্চিমে হয়ে উত্তরেদিকে রাধানগর ইউপি অফিস অবস্থিত।রাধানগর ইউনিয়নের দক্ষিণে  ৮নং রামনাথপুর ইউনিয়ন, উত্তরে তারাগন্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়ন,পূর্ব দিকে ৯নং দামদোরপুর ইউনিয়ন, এবং পশ্চিমে নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবস্থিত। পূর্ব- উত্তর দিকে ঐতিহ্যবাহী চিকলি নদী ৪টি ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এ ইউনিয়নের অধিক অংশ মানুষ কৃষিজীবি।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর, ব্যবসায়ী, ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। মঙ্গাপীরিত এ ইউনিয়নে কর্মহীন প্রায় ৪/৫ হাজার নারী ওপুরুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্রোগ্রাম,সিলেট,কুমিল্লা, ফেনি,গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেন্।এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ধার্মিক।



এক নজরে রাধানগর ইউনিয়ন
ক) নাম ৬ নং রাধানগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন ১১.০৬(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা২৩০৯৩জন(২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা ১৫টি।
ঙ) মৌজারসংখ্যা৪ টি।
চ) হাট/বাজারসংখ্যা-৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম সিএনজি/ভ্যান।
জ) শিক্ষারহার ৪৯%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     
    উচ্চবিদ্যালয়ঃ ৩টি,
    মাদ্রাসা- ২টি।
ঝ) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান জনাব মো:আ: ওয়াহেদ সরকার
)  ইউনিয়ন পরিষদ জনবল
            ১) নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন।
            ২) ইউনিয়ন পরিষদ সচিব ১জন।
            ৩) ইউনিয়ন গ্রামপুলিশ ১০ জন।
            ৪)  উদ্দ্যোক্তা ২ জন ।

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন