শনিবার, ৯ মে, ২০১৫

তুমি আমার ভালবাসার শুরু এবং শেষ

মা' কে নিয়ে দু-কলম লেখার চেষ্টা করলাম-
...................................................................................................................................................................
মা' – ছোট্ট একটা শব্দ। এই ছোট্ট শব্দের মাঝে আছে বিশাল ভালবাসা, স্নেহ, মায়া আর মমতা। এই মা ছাড়া কোন প্রাণীই পৃথিবীতে আসতে পারে না।
জন্মদাত্রী হিসেবে আমার কিংবা আপনার সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে৷ তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে মা দিবস' হিসেবে পালন করা হয়। যার সূত্রপাত ১৯১৪ সালের ৮ই মে থেকে৷ সঙ্গে উপহার হিসেবে চিহ্নিত করা হয়েছে সাদা কার্নেশন ফুল৷ সমীক্ষা বলছে, বছরের আর পাঁচটা দিনের তুলনায় এদিন অনেক বেশি মানুষ নিজের মাকে ফোন করেন, তাঁর জন্য ফুল কেনেন, উপহার দেন৷ আচ্ছা সত্যি করে বলুন তো, মায়েদের কি আলাদা করে কোনো উপহারের প্রয়োজন পড়ে? তাঁরা যে সন্তানের মুখে শুধুমাত্র মা' ডাক শুনতে পেলেই জীবনের পরম উপহারটি পেয়ে যান৷
কোনো `মা তিনি যে পেশাতেই থাকুন না কেন, যত কুশ্রীই হন না কেন, সন্তানের কাছে তিনি কিন্তু দেবীর মতোই৷ ইসলামে মায়ের পায়ের নীচে বেহেস্ত' পাওয়ার কথা বলা হয়েছে৷
মায়ের ভালবাসা

আসলে কেন জানি এরকম লোকদেখানো ঘটা করে মা দিবস পালন করা আমার ভালো লাগে না। কত ছেলে-মেয়ে কিংবা পুত্রবধুকে দেখি মায়েদের অবহেলা করতে। যে মা-বাবা আমাদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, মুখে তুলে দিয়েছে অন্ন, সেই বাবা-মা বৃদ্ধ বয়সে সন্তাদের উপর নির্ভরশীল হয়ে পড়লে সন্তানরা ছোটবেলার কথা ভুলে যায়। আবার যখন শুনি বৃদ্ধাশ্রম নামক একটি কারাগারের কথা বুকটা কেঁপে উঠে। সেদিন একটি পত্রিকায় বৃদ্ধাশ্রম থেকে পাঠানো একজন বৃদ্ধ মায়ের লেখা একটি চিঠি পড়লাম। খুবই মর্মাহত হয়েছি। মায়ের এরকম কষ্ট হয়তো কোন বিবেকবান মানুষই মেনে নিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এখনও অনেক বাবা-মা এই বৃদ্ধাশ্রম নামক কারাগারে বন্দি এবং এর সংখ্যা এখন বৃদ্ধিও পাচ্ছে।
ছোট বেলায় মাকে ছাড়া ঘুমাইতে পারতাম না, খেতেও পারতাম সর্বোপরি মাকে ছাড়া কোন কিছুই চিন্তা করতাম না। কিন্তু এখন হয়তো কেউ মাকে স্মরণ করারও সময়  পাই না।
আজ যাদের প্রিয় মা পৃথিবী ছেরে চলে গেছে তারাই অনুভব করতে পারে মা কি জিনিস। যেটা আমরা বুঝতে চাই না।
আজ আমি গ্রামের বাহিরে থাকি। আমার প্রিয় মা কে অনেক মিস করতেছি। তাই মাকে বলতে চাই- মা তোমাকে অনেক মিস করতেছি, তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমি আমার ভালবাসার শুরু এবং শেষ।
আর বেশি কিছু লিখতে পারছি না, শেষে আপনাদেরকে বলতে চাই, যতদিন মা' বেঁচে আছেন প্রতিটি দিন পালন করুন মা দিবস' হিসেবে৷

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো
www.facebook.com/kontebahejago


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন