মঙ্গলবার, ৫ মে, ২০১৫

রংপুরে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি-

.................................................................................................................................................................
রংপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহি গরুগাড়ী হারিয়ে যাচ্ছে। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষকের উৎপাদিত ফসল বহন, বিবাহ অনুষ্ঠান, মেলা  ও ভ্রমণের একমাত্র বাহন ছিল গরুগাড়ী। এক সময় কৃষদের ঘরে ঘরে গরুগাড়ী ও গরুর হাল ছিল। কালের পরিবর্তে গরুগাড়ী ও গরুর হাল হারিয়ে গেছে।

গ্রামের মুরুব্বীদের কাছে সবাই শুনেছি বা দেখেছি -গরুরগাড়ীর ছাওনি সাজিয়ে শশুরবাড়ী ও বাবার বাড়ী আসা যাওয়া করতেন নববধু। মেলা বারুনিতে আনন্দ উপভোগ করার জন্য বাবার সঙ্গে ছেলে মেয়েরা গরুরগাড়িতে চড়ে বেড়াতে আসতেন। বিবাহ অনুষ্ঠানে ৪০/৫০টি সাজানো গরুর গাড়ীর বহর নিয়ে বরপক্ষ কনের বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই দিন বিবাহ বন্ধনের পর গাড়ী বহরে মাইক বাজিয়ে নববধুকে ছেলের বাড়িতে আসতেন। সে সময় বরযাত্রীর গাড়ি বহরে কখনও সড়ক দূর্ঘটনার ঘটনা শোনা যেত না। তবে গাড়ি বহরে বরযাত্রীদের মাঝে ডাকাত দলের আতঙ্ক বিরাজ করতো। বিবাহ অনুষ্ঠানে গাড়ি বহরের আনন্দ ও স্মৃতি কখনও ভোলার মতো নয়। তার চেয়েও বেশি আনন্দ গরুর গাড়িতে চড়ে ভ্রমন করা। তৎকালীন সময়ে গ্রামবাংলার শতভাগ বিবাহ ও বিভিন্ন অনুষ্ঠানে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তবে দুঃখের বিষয় হচ্ছে- কালের বিবর্তনে  হারিয়ে গেছে গরুরগাড়ি। ঐতিহ্যবাহি গ্রামবাংলার গরুর গাড়ি আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য গরুর গাড়ির ভাস্কর সহ ভিডিও চিত্র বাংলাদেশ চলচ্চিত্র জাদুঘর ও পিকনিক মিউজিয়াম গুলোতে সংরক্ষন করে রেখেছেন। গরুর গাড়ি নিয়ে রচিত হয়েছে গান গল্প কবিতা ও সিনেমা। প্রতি বছরে ১লা বৈশাখে মঙ্গলযাত্রায় প্রধান দৃশ্য হচ্ছে সেই গরুর গাড়ি। বাংলাদেশে গরুর গাড়ি চাকার জন্য বিখ্যাত ছিল রংপুরের বদরগঞ্জ উপজেলা। গরুরগাড়ী হারিয়ে যাওয়ায় গাড়ির চাকার ব্যবসায় ধ্বস নেমে এসেছে। বর্তমান কৃষকদের বাড়ীতে গরুগাড়ী ও গরুরহাল এর পরিবর্তে পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর জায়গা করে নিয়েছে। তাইতো এখন আর কৃষক ভাইয়ের কণ্ঠে শোনা যায় না-ওকি গাড়িয়াল ভাইকত রব আমি পন্থের দিকে চাইয়া রে...............
.
.

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 

Pls Join Us: কোনটে বাহে জাগো
www.facebook.com/kontebahejago

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন