রবিবার, ২৪ মে, ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১১৬তম জন্মবার্ষিকী


আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১১৬তম জন্মবার্ষিকী । কবি নজরুলের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ,১৮৯৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে নজরুল বেড়ে ওঠেন। কোন কিছুই দমাতে পারেনি তাকে। তিনি তার কলম দিয়ে সংগ্রাম করে গেছেন। তিনি লেখেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। ১৯১২ সালের ৬ই জানুয়ারি কবিতাটি বিজলী পত্রিকায় প্রকাশ হওয়ার পর সাড়া পড়ে যায় সর্বস্তরে। তার এই কবিতা দেশ ও কালের সীমা ছাড়িয়ে হয়ে ওঠে মানবতার মুক্তির কল্যাণের এক অমোঘ ঘোষণা। তিনি শুধু বিদ্রোহের কবি নন,প্রেমের কবি, সাম্য ও মানবতাবাদের কবি, নবজাগরণ,তারুণ্য,সত্য আর সুন্দরের কবি, তিনি আমাদের জাতীয় কবি। গানে, নাটকে, কবিতায়, গদ্যে  সব শাখায় তিনি আমাদের জন্য নিরলস ভাবে লিখে গেছেন।  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার লেখা কবিতা ও গান প্রেরণা যুগিয়েছে।

১৯৪২ সালের ৯ই জুলাই কলকাতা বেতারে রবিহারা কবিতাটি আবৃত্তি করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। হয়ে যান বাকরুদ্ধ। পরে দেশ স্বাধীন হওয়ার পর অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় থাকার ব্যবস্থা ও বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে কবিকে দেয়া হয় একুশে পদক। পরে প্রেসিডেন্ট এরশাদের সময় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়
১৯৭৬ সালে কবির স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। ওই বছরের ২৯ আগস্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি তার কবিতাতেই বলে গিয়েছিলেন- 'মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই'। আর তাই এ ইচ্ছার বাস্তব প্রতিফলন ঘটিয়ে তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে।

আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।

Rabiul Islam Robi
facebook.com/rabiul.robi.5891

ওরা আমাকে জোর করে ফাঁসি দিলো...

রবিউল ইসলাম রবি
২৪/০৫/২০১৫
........................................................................................................................................................
কি ব্যাপার আমি এত দ্রুত বেগে ছুটছি কিভাবে!! আমি তো এত দ্রুত দৌড়াতে পারি না। মনের মধ্যে যখন এমন প্রশ্ন জাগল তখন আমি নিজেকে রংপুরের শাপলা চত্বরে দেখতে পেলাম। কিন্তু  সে-কি আমি তো ঢাকায় ছিলাম, এইখানে কিভাবে আসলাম। কিছুই বুঝতে পারছিনা। রাস্তাঘাটে দেখি কোন গাড়িঘোড়া নাই। লোকজন  ব্যাগ বস্তা মাথায় নিয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে!!! আমি কি করব বুঝতে পারছি না, এতক্ষন চিতা বাঘের মতো দৌড়াচ্ছিলাম এখন সেটাও পারছি না। একজনকে জিজ্ঞেস করলাম ভাই ঘটনা কি?? মানুষজন সব পাগল হইলো নাকি?? লোকটা বলল ঢাকায় যুদ্ধ লাগছে, ঢাকার মানুষ দলে দলে রংপুর পালিয়ে আসতেছে। এতক্ষনে বুঝলাম আমিও যুদ্ধের ভয়ে পালিয়ে এসেছি। আমি বললাম ভাই এইটা আবার কিসের যুদ্ধ, ৭১ সালে তো দেশ স্বাধীন হইছে। উনি বললেন এইটা হইলো গনতন্ত্র রক্ষার যুদ্ধ, এই বলে লোকটা চলে গেল। আমি কি করব বুঝতে পারছি না, মানুষগুলো চিতা বাঘের মতো দৌড়াচ্ছে কিন্তু আমি পারছি না। আমার খুবই পানি খেতে ইচ্ছে করছে, তাও পাচ্ছি না।

চিন্তা করলাম ৭১ সালে যখন যুদ্ধ হইছে তখন আমি দুনিয়াতে আসি নাই , কিন্তু এবার আর সুযোগ হাত ছাড়া করা যাবে না। আমি যুদ্ধে যাব। যেই কথা সেই কাজ, রওনা হলাম আবার ঢাকার উদ্দেশে। কিন্তু কোন পক্ষের হয়ে যুদ্ধ করব সেইটা ঠিক করতে পারছি না, কারন দুই পক্ষই গনতন্ত্র আদায়ের জন্য যুদ্ধ করছে। যাই হোক আমি এখন ঢাকার ফার্মগেটে আছি। দেখলাম একদল বন্দুকধারী লোক টহল দিচ্ছে। আমি আমার হাত দুইটা উঁচু করে তাদের কাছে গেলাম। তাদেরকে বললাম ভাই আপনারা কোন পক্ষের হয়ে যুদ্ধ করছেন। প্রতিউত্তরে তারা বলল আমরা গনতন্ত্রের পক্ষে। আমি বললাম ভাই আমিও আপনাদের সাথে গনতন্ত্রের পক্ষে যুদ্ধ করতে চাই।   ওরা রাজি হল। তারপর আমাকে যুদ্ধ করার জন্য অস্ত্র দেয়া হল। যুদ্ধ করতে থাকলাম তবে কাউকে মারতে পারলাম না। কিছু দিন পর যুদ্ধ শেষও হল। আমরা শোচনীয় ভাবে পরাজিত হলাম। আমাদের বিরোধী পক্ষের কাঙ্ক্ষিত গনতন্ত্রের বিজয় হল। কিন্তু এই গনতন্ত্র জন লকের সংজ্ঞায়িত গনতন্ত্র নয়। এটা এক অতি আধুনিক একনায়কতন্ত্রের গনতন্ত্র।
এখন আমাকে ধর্ষণ ও মানুষ হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে। এমনকি  আমার ফাঁসিরও রায় হয়েছে। একদল লোক আমার ফাঁসি কার্যকরের জন্য আসলো, তারা আমার শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চাইলো। আমি তাদের বললাম আমাকে কোন গনতন্ত্রের আইনে ফাঁসি দেওয়া হচ্ছে, তারা বলল আধুনিক গনতন্ত্রের আইনে। আমি বললাম আমি এই গনতন্ত্র মানি না, আমি নির্দোষ। তারা বলল- এখন তোমার ফাঁসি হবে তুমি কি খেতে চাও। আমি তাদের বললাম- আমার একটা ইচ্ছা আছে পুরন করবেন, তারা আমার ইচ্ছার কথা জানতে চাইলো। বললাম- আমি শুধু একবার সবাইকে বলতে চাই- দেশে যে তন্ত্র চালিত আছে সেটাতে চলিত থাকো, অন্য কোন মন্ত্র জপন করা খুবই ভয়ানক................. কিন্তু ওরা আমার শেষ ইচ্ছা পূরণ না করেই জোর করে আমার গলায় ফাঁসির দড়ি পড়িয়ে দিলো......।



ভুল ভুঝবেন না- ঘটনাটি গতরাতে ঘটেছে, আমার ঘুমন্ত স্বপ্নে.........


Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

না না না আমরা মানুষ নই........

..........................................................................................................

আচ্ছা বিবেক তো কোন পশুর মধ্যে থাকে না, সম্ভবত এটা মানুষের  মধ্যেই থাকে।
কিন্তু যখন আমরা খবরের কাগজগুলোতে দেখতে পাই- কোন মানুষ ক্ষুধার যন্ত্রণায় নিজের প্রশাব পান করছে অথবা খাবার নিয়ে মারামারি করে ১০০জন নিহত হয়েছে। তখন আমাদের মানুষের এই বিবেক আসলে কোথায় থাকে।
এই হতভাগ্য, প্রতারিত ও নির্যাতনের শিকার মানুষগুলোকে দেখে আমাদের মানুষের বিবেকগুলো কি একবারও জাগ্রত হয় না।


ওহ তাই তো- কেনই বা তাদের জন্য  বিবেক কাজ করবে- তারা তো রোহিঙ্গা, ওদের অর্থ নেই, ওদের দেশ নেই, ওদের রাজনিতি নেই, ওদের নেতা নেই। সে-কি ওরা তো মুসলিম, মানুষ হিসেবে জন্ম নিয়ে ওরা করেছে পাপ.......................না না আমাদের বিবেক তো এখানে কাজ করবে না।
আজ কোথায় লুকিয়ে আছে সমাজবাদী, জাতীয়তাবাদী কিংবা মানবতাবাদী। কেউ নেই কেন???
কারন এখানে স্বার্থ নেই অথবা অর্থ নেই। তাই বলে মানুষের কি বিবেক নেই???
না না না আমরা মানুষ নই.......................

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো


www.facebook.com/kontebahejago

বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

সৈয়দপুরে জসিম বিল্ডিং রেষ্ট হাউস ব্যবসার আড়ালে এসব কি হচ্ছে???


নীলফামারীর সৈয়দপুর শহরের জসিম বিল্ডিং তথা সৈয়দপুর রেষ্ট হাউস বর্তমানে আলোচিত- সমালোচিত আবাসিক হোটেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রায় প্রতিমাসে এই আবাসিক হোটেলে হানা দিয়ে পুলিশ খদ্দেরসেহ দেহপসারীনিদের আটক করছে। ইতোপূর্বে হোটেলটির আবাসিক লাইসেন্স বাতিল করা হলেও অজ্ঞাত কারণে লাইসেন্স পূর্ণবহাল করায় আবাসিক হোটেলটিতে পুরোদমে চলছে দেহব্যবসা। একের পর এক আপত্তিকর অবস্থায় কপোত-কপোতীদের আটকের পর থানা পুলিশ আবাসিক হোটেলটির কর্তৃপক্ষকে সতর্ক করে এ ধরণের ঘটনা ঘটলে হোটেলটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন।


বাণিজ্যিক শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত এই আবাসিক হোটেলটি ওয়ারিশন সূত্রে প্রাপ্ত কয়েকজন মালিক আয়ের অর্থ ভাগাভাগি করে নেন। এটি সবসময় দেখভাল করেন কনিষ্ট ওয়ারিশ ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ। তার বিরুদ্ধে একাধিক নারী ও শিশু নির্যাতনসহ দুটি ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার কর্মকান্ডে এলাকার মানুষ ফুসে উঠেছে এবং ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে এলাকার মানুষ মিছিল, মিটিং ও সমাবেশও করেছেন। অতি সম্প্রতি তিনি জামিনে মুক্তি লাভ করে হোটেলটিতে পুরোদমে দেহব্যবসা শুরু করেছেন। বহিরাগত মেয়েদের এনে দেহব্যবসাসহ মদপানের নিয়মিত আসর বসছে এই আবাসিক হোটেলটিতে।

সর্বশেষ গত ৩১ জুলাই  আবাসিক হোটেল থেকে ৫ জোড়া যুবক- যুবতিকে আটক করেছে পুলিশ। ওইদিন সকাল সাড়ে ১০টার সময় শহরের শহীদ ডা. জিকরুল সড়কস্থ জসিম বোডিং থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে তাদেরকে আটক করা হয়। এসময় যুবক- যুবতিদের সহায়তাকারী হিসেবে বোডিংয়ের মহিলা কেয়ার টেকার মায়া আকতার (৪৫) কে আটক করা হয়। আটক মায়া নীলফামারী সদরের কাজীরহাট গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে।আটক যুবক- যুবতিরা ছিল, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের নৃপেন্দ্রনাথের কন্যা রিমি (২২), খানসামা উপজেলার তাঁতিপাড়ার রনজিতের পুত্র রুবেল (২৩), দিনাজপুর সদরের বারোবীর গ্রামের আব্দুল মজিদের পুত্র রাশেদ (২৫), ঠাকুরগাঁও সদরের কিসামত কেশুরবাড়ি গ্রামের রশিদুল ইসলামের কন্যা সুমি (১৬), নীলফামারী সদরের আরাজি চড়াইখোলা গ্রামের বাবুল হোসেনের কন্যা আয়শা (১৭), সৈয়দপুর উপজেলার মুসরত ধুলিয়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান (২৪), ডাঙ্গাপাড়ার ওয়াহেদ আলীর কন্যা লতা (২০), ওয়াপদা মোড় হাজীপাড়ার মোখলেছার রহমানের পুত্র রবিউল ইসলাম (২৬), দক্ষিণ সোনাখুলি বকপাড়ার আব্দুস সামাদের পুত্র শাহিনুর রহমান (২৫) ও উত্তরা আবাসন প্রকল্পের বাসিন্দা শ্রীকৃষ্ণের কন্যা পিংকি (১৮)।

পরে পুলিশ আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রত্যেক যুবক- যুবতিদের ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড এবং কেয়ারটেকার মায়া আকতারকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছিল। 
সূত্রঃ ভালুকা ডট কম 

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

"চেঙ্কু ডানটা" মিস করছি তোমায়



........................................................................................................................

চেঙ্কু ডানটা (ডাংগুলি), এই খেলা ছোট বেলায় কত খেলেছি। এই তো কয়েক দিন আগেই খেলেছি মনে হচ্ছে। এখন আর গ্রামে এই খেলাটি কাউকে খেলতেও  দেখি না। মনে হয় হারিয়ে গেলো এই খেলাটিও। সেই মার্বেল খেলা,লাটিম খেলালুকাটু (লুকুচুরি) আর সাথে মায়ের বকুনি এবং মাইর

মিস করছি। খুব মিস করছি। 


Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

বুধবার, ১৩ মে, ২০১৫

জেনে নিন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম সমূহ

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম সমূহঃ
**************************************************
ইন্টারনেটে অনেক সার্চ করার পর আমার এবং আপনাদের জন্য একটা দারুণ তথ্য  সংগ্রহ করলাম, আর তা হলো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের নাম এবং অবস্থান। চেষ্টা করেছি সবগুলো তুলে ধরার জন্য। অনাকাঙ্ক্ষিত ভাবে দু-একটি নাম বাদ পরলে বা ভুল হলে ক্ষমা করবেন। আশা করছি তথ্যটি সবার কাজে লাগবে......

তাহলে আসুন জেনে নেওয়া যাক----
...................................................................................................................................
জেনারেল 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি), সাভার।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
বাংলাদেশ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়, ঢাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ইসলাম 
ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


ইন্জিনিয়ারিং 
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট), ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট). চট্টগ্রাম।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।

টেকনোলোজি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

কৃষি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।


মেডিকেল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


ভেটেরিনারি সায়েন্স
চট্টগ্রাম ভেটেরিনারি এবং প্রানীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

৬নং রাধানগর ইউনিয়ন, বদরগঞ্জ, রংপুর

..............................................................................................................................................................
.............................................................................................................................................................
রংপুর জেলার বদরগন্জ উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। রংপুর শহর থেকে ২৫কিঃমিঃপশ্চিমে ও বদরগন্জ উপজেলার থেকে ১২ কিঃমিঃ পশ্চিমে হয়ে উত্তরেদিকে রাধানগর ইউপি অফিস অবস্থিত।রাধানগর ইউনিয়নের দক্ষিণে  ৮নং রামনাথপুর ইউনিয়ন, উত্তরে তারাগন্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়ন,পূর্ব দিকে ৯নং দামদোরপুর ইউনিয়ন, এবং পশ্চিমে নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবস্থিত। পূর্ব- উত্তর দিকে ঐতিহ্যবাহী চিকলি নদী ৪টি ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এ ইউনিয়নের অধিক অংশ মানুষ কৃষিজীবি।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর, ব্যবসায়ী, ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। মঙ্গাপীরিত এ ইউনিয়নে কর্মহীন প্রায় ৪/৫ হাজার নারী ওপুরুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্রোগ্রাম,সিলেট,কুমিল্লা, ফেনি,গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেন্।এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ধার্মিক।



এক নজরে রাধানগর ইউনিয়ন
ক) নাম ৬ নং রাধানগর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন ১১.০৬(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা২৩০৯৩জন(২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামেরসংখ্যা ১৫টি।
ঙ) মৌজারসংখ্যা৪ টি।
চ) হাট/বাজারসংখ্যা-৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম সিএনজি/ভ্যান।
জ) শিক্ষারহার ৪৯%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     
    উচ্চবিদ্যালয়ঃ ৩টি,
    মাদ্রাসা- ২টি।
ঝ) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যান জনাব মো:আ: ওয়াহেদ সরকার
)  ইউনিয়ন পরিষদ জনবল
            ১) নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন।
            ২) ইউনিয়ন পরিষদ সচিব ১জন।
            ৩) ইউনিয়ন গ্রামপুলিশ ১০ জন।
            ৪)  উদ্দ্যোক্তা ২ জন ।

Rabiul Islam Robi
B.S.S Hons. Political Science 
facebook.com/rabiul.robi.5891
Cell: 01682798330 
Pls Join Us: কোনটে বাহে জাগো

www.facebook.com/kontebahejago