রবিবার, ২২ মার্চ, ২০১৫

ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাস


ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাস 

ইংরেজি শব্দ ক্রিকেট-এর আভিধানিক অর্থ ঝিঁঝি পোকা কিন্তু এখন ক্রিকেট বলতে আমরা ব্যাট-বলের এক গৌরবময় লড়াইকেই বুঝি ক্রিকেট যেমন গৌরবময় অনিশ্চয়তার খেলা তেমনি কবে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল সে ইতিহাসও অনিশ্চিত ক্রিকেট-বিষয়ক সব পুরনো নথিপত্র ঘেঁটে ১৫৫০ সালের দিকে খেলাটির অস্তিত্বের প্রমাণ মিলেছে ১৫৯৮ সালে প্রকাশিত তথ্যসূত্রটি থেকে জানা যায়, ১৫৫০ সালের আগেও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট, সাসেক্স সারি কাউন্টিগুলোতে, বিশেষ করে ওয়েল্ড নামের অঞ্চলটিতে ক্রিকেট খেলা হত ফুটবলের মতো ক্রিকেটের জনক কে তা নিয়ে রয়েছে বিভিন্ন মত বেশিরভাগ মতই বলছে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড কিন্তু কিছু তথ্য উপাত্ত বলে অন্য কথা ক্রিকেটের প্রচলনটা শুরু হয় ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলেরদোয়াবএলাকায় ৭ম শতাব্দীতে এলাকায় ক্রিকেটের মতো এক ধরনের খেলা হত ৮ম শতাব্দীর আরও কিছু পরে খেলাটি পারস্যের দিকে প্রচলিত হতে থাকে ইউরোপে খেলাটির প্রচলন সম্পর্কে ইতিহাস এই, ১০ম শতাব্দীর আগে প্রাচীন ভারতীয় মরুভূমিতে বসবাসকারীনরম্যাডিক জিপসিরা তুরস্ক হয়ে ইউরোপে যায় এবং সেখানে তারা প্রচলিত খেলাটি খেলত তাদের দেখাদেখি ইউরোপীয়দের মধ্যে খেলাটির প্রচলন হয় ক্রিকেট খেলাটি সময়ে চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে দস্যুতায় পটু ইউরোপিয়ানদের ক্রিকেটের মতো খেলাতে সময় নষ্ট না করার জন্যে খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় কেননা খেলায় পড়ে থাকলে দেশ জয়ের জন্যে প্রয়োজনীয় সৈনিক পাওয়া যাবে না তাই রাজা দ্বিতীয় রিচার্ড ব্রিটেনে ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দেন সে সময় অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করায় শাস্তি পেয়েছিলেন ১৫০০ খ্রিস্টাব্দের পর ইউরোপে রাজ্য জয়ের প্রতিযোগিতা প্রায় বন্ধ হয় সেই শতকের শেষের দিকে ইতালীয় রেনেসাঁর প্রভাবে ইউরোপের শিল্প-সংস্কৃতির খোলস পাল্টে যেতে শুরু করে যার হাওয়া খেলাধুলার গায়েও লাগে ১৫০০ খ্রিস্টাব্দের আগে যে খেলাটির নাম ছিল ক্রিঘ বা ক্রিকে, সেটিই ১৬০০ খ্রিস্টাব্দে এসে পরিচিতি লাভ করে ক্রিকেট নামে ক্রিকেট খেলার কারণে যে শাস্তির বিধান হয়েছিল সেটি আস্তে আস্তে উঠে গেছে ধারণা করতে থাকে খেলুড়েরা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা সঙ্গে নিয়েই জনপ্রিয় হয়ে উঠতে থাকে ক্রিকেট কিন্তু বাধা হয়ে দাঁড়ান খ্রিস্টান ধর্মযাজকরা তাদের ঘোর আপত্তি- ক্রিকেট হল অলস, অকর্মন্য আর বাজিকরদের খেলা তারা এর বিরুদ্ধে শাস্তির বিধান করেন কিন্তু ক্রিকেটের চলার পথে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এভাবেই ক্রিকেট মধ্যযুগ পেরিয়ে আধুনিক যুগে পদার্পণ করে প্রথম যুগে ক্রিকেটে বল করা হত গড়িয়ে, যা এখন ভাবাই যায় না ব্যাটেও ছিল বিস্তর পার্থক্য আধুনিক ক্রিকেটে এসেছে অনেক নিয়ম-কানুন ক্রিকেট হয়েছে আরও সমৃদ্ধ, রাজকীয় প্রযুক্তিময় ক্রিকেট এখন শিক্ষিতের খেলা, পরিসংখ্যানের খেলা কাউন্টি ম্যাচের মাধ্যমে আধুনিক ক্রিকেটের পথচলা শুরু হয় ১৭১৯ সালে ইংল্যান্ড জাতীয় দল কেন্ট দলের মধ্যকার ম্যাচটি হল প্রথম আধুনিক ক্রিকেট ম্যাচ ভারতবর্ষে আধুনিক ক্রিকেটের প্রচলন হয় ১৭২১ সালে ইস্টইন্ডিয়া কোম্পানির লর্ডরা
অবসরে ক্রিকেট খেলতেন তবে ১৭৪৪ সালের আগে ক্রিকেট পুরোপুরি আধুনিক হয়ে ওঠেনি সে সময়ের ক্রিকেট খেলায় এখনকার মত নিয়ম-কানুন ছিল না

১৭৪৪ সালে আধুনিক ক্রিকেটের বিভিন্ন নিয়ম-কানুন করা হয় এবং ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হয়। ১৮৭৭ সালে ১৫ মার্চে টেস্ট ক্রিকেটের জন্ম হয়। ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে ম্যাচেও অংশ গ্রহণ করে দুটি দল। দুই ম্যাচেই অস্ট্রেলিয়া জয় লাভ করে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা হিসেবেইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সপ্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। পরে ১৯৫৬ সালেইম্পেরিয়ালকথাটি পরিবর্তন করেইন্টারন্যাশনালশব্দটি যোগ করেইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলরাখা হয়। সংক্ষেপে আইসিসি। ১৮৮২-৮৩ সাল থেকে শুরু হয় মর্যাদাপূর্ণ অ্যাশেজ লড়াই। এরপর থেকে অন্যান্য দেশ টেস্ট ক্রিকেটে একে একে পদার্পণ করে। দক্ষিণ আফ্রিকা ১৮৮৮-৮৯, ওয়েস্ট ইন্ডিজ ১৯২৮, নিউজিল্যান্ড ১৯২৯-৩০, ভারত ১৯৩২, পাকিস্তান ১৯৫২-৫৩, শ্রীলঙ্কা ১৯৮১-৮২, জিম্বাবুয়ে ১৯৯২ এবং টেস্টের এখন পর্যন্ত সর্ব কনিষ্ঠ সদস্য বাংলাদেশ ১৩ নভেম্বর ২০০০


ক্রিকেটের সেকাল একাল
ক্রিকেটের সেকাল একাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন