রবিবার, ২২ মার্চ, ২০১৫

      অবশেষে  পাকিস্তান আসছে বাংলাদেশেঃ



 ক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেট বোর্ড তাঁদের জাতীয় দলকে বাংলাদেশ সফরে পাঠাতে সম্মত হয়েছেম, যেখানে সফরকারী দল স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটের পুর্নাঙ্গ সিরিজ খেলবে।
সফরের আগে পাকিস্তানের একটি নিরাপত্তা ও প্রতিনিধি দল বাংলাদেশে প্রাথমিক সফর করবে। আইনশৃঙ্খলা ব্যবস্থায় সন্তুষ্ট হলে পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠানো হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলেউ বলেছেন, ‘সরকার এখনও যথেষ্ট সজাগ, এবং খুব সম্ভবত সেটা বাংলাদেশের পাকিস্তানের ব্যাপারে নেতিবাচক অনুভূতির কারণে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছি, এবং ঠিক এই কারণে বাংলাদেশ সফরটি আমরা গ্রহন করেছি। তমে সামনে আমরা পাকিস্তান থেকে একটি নিরাপত্তা দল পাঠাবো, যারা পাকিস্তান হাইকমিশনের সাথে আলোচনা করে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হবে।’
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিও। পাকিস্তানের নিরাপত্তা দলকে সন্তুষ্ট করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, আমরা নিশ্চিত হয়েছি, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে পাকিস্তান বাংলাদেশ সফর করবে। সফরের সময়সূচী এখনও নির্ধারণ করা হয়নি, তবে আমরা আশা করছি আগামী ৩-৪ সপ্তাহের মধ্যেই সেটা করা হয়ে যাবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনাকে ম্যাচ ভেন্যুর জন্য প্রাধান্য দেব আমরা।’
এপ্রিলের শেষের দিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে স্বভাবতই উত্তপ্ত থাকবে রাজনীতির মাঠ। এ সময় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থেকে যাবে কি না- এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেছেন, ‘ঐ দিনের জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রশমন করতে পারি, তবে আমার মনে হয় না এই একটি দিনের কারণে সফরের সুন্দর গতি বিঘ্নিত হবে।’
সফরে ৩ ফরম্যাটের ম্যাচই অনুষ্ঠিত হবে, তন্মধ্যে থাকবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ। এপ্রিলের ১৫ তারিখ মিরপুরে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াতে পারে এই সিরিজ।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে বেশ জলঘোলা হয়েছে। এক পর্যায়ে পাকিস্তান সফরের আয়ের ৫০ শতাংশ দাবি করলে অনেকটাই ভেস্তে যায় সম্ভাব্য দ্বিপক্ষীয় এই সফরটি। তবে পাকিস্তানের নমনীয়তায় আবারও সিরিজটি আয়োজনের সম্ভাবনার দুয়ার খুলে গেছে।

rabiul islam robi

 

(website  থেকে সংগ্রিহিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন