সোমবার, ১৫ জুন, ২০১৫

ধর্ষণের বিচার কবে??


আমাদের দেশে স্বাধীনতার ৪২ বছর পরও ৭১-এর গণধর্ষণের বিচার হয় এবং তাদের ফাঁসির জন্য আন্দলনের পর আন্দোলন চলতে থাকে। যদিও এই বিচার পদে পদে এবং বিভিন্ন মহলে মহলে সমালোচিত, প্রশ্নবিদ্ধ। সরকারও দাবি করে এটাই তাদের সফলতা।
কিন্তু আজ যখন নারী নির্যাতন কিংবা ধর্ষণের মত ঘটনা মিডিয়াগুলো লাইভ দেখায় তখনও অপরাধীদের চিহ্নিত করতে কষ্ট হয় কিংবা তখনও সরকারের টনক নড়ে না।
একটির পর একটি ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। এসবের বিচার কি আরও ৪২ বছর পর হবে নাকি কখনই হবে না। নাকি এটাই সরকারের সফলতা।


Rabiul Islam Robi
facebook.com/rabiul.robi.1994